প্রতিনিধি ৬ নভেম্বর ২০২০ , ৬:৪৬:২৪ অনলাইন সংস্করণ
এম এ মোতালিব ভুঁইয়া: সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় মদের চালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে বৃহস্পতিবার(৫ নভেম্বর )রাতে দোয়ারাবাজারের বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৬/১৩-টি এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে।
অন্যদিকে সুনামগঞ্জ সদর উপজেলার আশাউড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২২/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রঙ্গারচর ইউনিয়নের শাহাপুর নামক স্থান হতে ৩৬ বোতল ভারতীয় মদ আটক করে।
এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৩/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ৩৫ বোতল ভারতীয় মদ আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।