• নিখোঁজ সংবাদ

    সুনামগঞ্জের ঝরঝরিয়া গ্রামের নিখোজঁ স্কুল ছাত্রী ছালেকা, মাস পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২০ , ৩:৩৩:৪৯ অনলাইন সংস্করণ

    কেএম শহীদুল ইসলাম।। সুনামগঞ্জ সদর মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারন ডায়েরী আবেদন করার এক মাস পেরিয়ে গেলেও সদর উপজেলাধীন জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঝরঝরিয়া গ্রামের বাসিন্দা মৃত আবেদ আলীর মেয়ে ৮ম শ্রেণী পড়–য়া নিখোজঁ মোছা: ছালেকা বেগম (১৮)কে উদ্ধার করতে পারেনি পুলিশ। অভিযোগ ও নিখোজঁ ছালেকা বেগমের পরিবার সূত্রে জানা যায় গত ৬ অক্টোবর আনুমানিক রাত ৯টার দিকে পরিবারের সকলের অগোচরে ছালেকা বেগম নিজ ঘর থেকে বাহির হয় সে আর ফিরে আসেনি । জানা যায় অনেক খোজাঁখুজির পরও মেয়েটিকে না পেয়ে নিখোজঁ মেয়েটির দুলাভাই একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মো: তাজুল ইসলাম সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়রী করার জন্য আবেদন করেছেন।
    আবেদনের ১মাস পেরিয়ে গেলেও মেয়েটিকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি সদর থানা পুলিশ এমটি জানান মেয়ের পরিবারের সদস্যরা। জানা যায় মেয়েটির সন্ধাঁন জানেন সদর উপজেলা একজন মুক্তিযোদ্ধা এবং আবেদনের তদন্তকারী কর্মকর্তা পুলিশের একজন এসআই। মেয়েটিকে যারা আটকে রেখেছে তাদের সন্ধানঁ জেনেও মেয়েটিকে রহস্যজনক কারনে তার পরিবারের কাছে পৌছেঁ েিদওয়া হচ্ছে না ।
    নিখোজঁ মেয়েটির পরিবারের সদস্যরা জানান নিখোজেঁর কিছুদিন পর মেয়েটির সন্ধানঁ জানার পর তারা সদর থানা পুলিশকে অবহিত করেছেন বলে পরিবারের সদস্যরা জানান। অন্যদিকে নিখোঁজ মেয়েটি দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছে বলে ধারনা করছেন নিখোঁজ পরিবারের সদস্যরা । প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এবং মেয়েটিকে উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দিবেন প্রশাসন এমনটি আশাবাদ ব্যক্ত করেন নিখোজঁ মেয়েটির পরিবার।
    এ ব্যপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সহিদুর রহমান জানান,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content