• লিড

    সিলেটে হেফাজতের বিশাল সমাবেশে নবী প্রেমিকদের ঢলঃ সরকারের কাছে তিন দাবি

      প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৮:৩৯:৩৪ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক:  ফ্রান্সে ‘রাষ্ট্রীয় মদদে’ ইসলাম ধর্মের শ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে হেফাজতে ইসলাম সিলেটের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    সিলেটে বিক্ষোভ সমাবেশে স্মরণাতীত কালের ব্যাপক লোকসমাগম হয়েছে।
    নগরীর রেজিস্ট্রারি মাঠে গতকাল শনিবার বিকাল ৩টা থেকে শুরু হয়েছে এ সমাবেশ।
    সমাবেশ শুরুর অনেক আগে থেকেই হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। জোহরের নামাজের পর বাড়তে থাকে নেতাকর্মী ও বিক্ষুব্ধ মুসল্লীদের ঢল।
    সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রেজিস্ট্রারি মাঠ। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও মুসল্লীরা রেজিস্ট্রারি মাঠের সামনের ও আশেপাশের সড়কে অবস্থান নেন।
    এদিকে, সমাবেশে যোগ দিতে সিলেটে আসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী ও মহাসচিব আল্লামা নুর হোসেন ক্বাসেমী। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদী, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।
    সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সিলেট মহানগর পুলিশ। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের বিপুল সংখ্য সদস্যও সমাবেশস্থল ও আশপাশে কাজ করেছেন।
    হেফাজতের তিন দাবিঃ
    সমাবেশে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করেন সংগঠনের সিলেটের অন্যতম নেতা মাওলানা ইউসুফ খাদিমানী। দাবিগুলো হলো-
    ১) মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে হবে।
    ২) সিলেটের হোটেলসমূহে মদের অনুমোদন বাতিল ও মাদকের অবাধ ছডাছডি বন্ধ করতে হবে এবং
    ৩) বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

    আরও খবর

    Sponsered content