• লিড

    সংবাদ সম্মেলনে রায়হানের মাঃ আলামত নষ্টকারীদেরকে দ্রুত গ্রেফতার করা হউক

      প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২০ , ৮:০২:২৫ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের নিহত রায়হানের মা সালমা বেগম বলেন, আমার নিরাপরাধ ছেলেকে কারা ধরে ফাঁড়িতে নিয়ে আসে এবং তাকে কিজন্য কারা নির্যাতন করেছে সে বিষয়টি এখনও পরিস্কার হয়নি। এই মামলায় আশেক এলাহিসহ অন্য পুলিশ সদস্যরা কেনইবা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন না এটা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। তবুও আমি আশাবাদি তদন্ত সংস্থা পিবিআই রায়হান হত্যার নেপথ্যকারীদের শনাক্ত করবে।
    শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে আখালিয়াস্থ নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
    তিনি আরও বলেন, ঘটনার দিন আমার ছেলে নেভি ব্লু-টিশার্ট পরে বের হয়। কিন্তু হাসপাতালে দেখা যায় তার পরনে লাল রংয়ের একটি শার্ট। এটা কারা করেছে তা আমরা জানতে চাই। এছাড়া আমার ছেলের মোবাইলও ফোন আমাদেরকে এখনও পর্যন্ত দেয়া হয়নি। এসময় তিনি আলামত নষ্টকারী এবং আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারী পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্য পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবি জানান।
    এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের আহ্বায়ক ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। এসময় তিনি দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল এবং সুষ্ঠ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
    এছাড়া রায়হানের মা আকবরকে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট জেলা পুলিশ এবং কানাইঘাট সীমান্ত এলাকার বাসিন্দা ও খাসিয়া সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জড়িত সকলকে গ্রেফতারের পাশাপাশি ন্যায় বিচার দাবি করেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content