• লিড

    শাল্লায় হাওর রক্ষা বাঁধের প্রি-ওয়ার্ক জরিপ কাজ শুরু

      প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২০ , ২:২১:৩৪ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধি: ২০২০-২০২১ অর্থ বছরে শাল্লা উপজেলার বিভিন্ন হাওরে হাওর রক্ষা বাঁধের ভাঙ্গাবন্ধকরন ও মেরামত কাজের নিমিত্তে প্রি-ওয়ার্ক জরিপ কাজ শুরু হয়েছে। গত ২৩ নভেম্বর থেকে ৩টি সার্ভে টিমের মাধ্যমে এই কাজ শুরু করা হয়েছে। সুষ্টু তদন্তের মাধ্যমে প্রি-ওয়ার্ক কাজ শেষ করে হাওর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের শাল্লা উপজেলা শাখার উপ-সহকারি প্রকৌশলী ও কাবিটা স্কীম প্রনয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল কাইয়ুম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদিও হোসেনের স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে উপজেলা কাবিটা স্কীম প্রনয়ন কমিটির সকল সদস্যগনকে এবং সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগীতা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানানো হয়।

    আরও খবর

    Sponsered content