• ত্রাণ বিতরণ

    শাল্লায় অসহায় প্রতিবন্ধীদের মধ্যে স্বাস্থ্যসম্মত স্যানিটারি রিংস্লাব বিতরণ

      প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ১১:১৫:৪৭ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অসহায় প্রতিবন্ধীদের মধ্যে স্বাস্থ্যসম্মত স্যানিটারি রিংস্লাব বিতরণ করা হয়েছে।

    গতকাল শাল্লা উপজেলা প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের সহযোগিতায় ৫ জন শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে স্বাস্থ্যসম্মত স্যানিটারি রিংস্লাব বিতরন করা হয়।

    এসময় উপস্থিতি ছিলেন উক্ত সংগঠনের উপজেলা সভাপতি, চিন্ময় দাস, সহ,সভাপতি, হারুন রশীদ, সাধারণ সম্পাদক, হাফিজুর রহমান নাইম, সাংগঠনিক সম্পাদক, প্রদিপ কান্তি দাস, যুগ্ম সম্পাদক, আব্দুল মজিদ, ইউপি সভাপতি , মাহিনুর মিয়া উপদেষ্টা সাংবাদিক দিলোয়ার হোসেন, সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষজন। উপকার ভোগী
    প্রতিবন্ধীদী শারমিন আক্তার জানান, আমরা অসহায় মানুষ আমাদের শাল্লা উপজেলা ইউনও স্যার ও ডিসি স্যারের সহযোগিতায় আমি অনেক কিছু পেয়েছি। আমাদের শাল্লা উপজেলার প্রতিবন্ধীদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের শাল্লা উপজেলা সভাপতি চিন্ময় দাস,।

    এব্যাপারে শাল্লা উপজেলা প্রতিবন্ধীদের সভাপতি চিন্ময় দাস বলেন, আমার ব্যাক্তিগত স্বার্থে নয়, আমার এলাকার অসহায় প্রতিবন্ধীদের পাশে আছি এবং থাকবো, আমি নিজেও একজন প্রতিবন্ধীদ। আর প্রতিবন্ধীদের জন্য কাজ করলে আমার আত্মতৃপ্তি লাগে। পরিশেষে সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ স্যার ও শাল্লা উপজেলার ইউনও মুক্তাদির স্যারকে ধন্যবাদ জানাই তাদের প্রচেষ্টায় আমাদের প্রতিবন্ধীরা অনেক কিছু পেয়েছে।

    আরও খবর

    Sponsered content