প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২০ , ৮:৫৩:০৫ অনলাইন সংস্করণ
ইয়াহিয়া চৌধুরীঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাওরের বন্দেরকুর ও ডাকবান্দ নামক জলমহাল এর ইজারা কার্যক্রম স্থগিতাদেশ দিয়েছেন সিলেটের বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) জনাব মোঃ ফজলুল কবীর। গতকাল১১/১১/২০২০ ইং তারিখে এই আদেশ দেন তিনি। ১২নভেম্বর২০২০ ইং তারিখে স্বাক্ষরিত তাগিদ ও অবহিতকরন এক পরিপত্রের আদেশে জানা যায় মিস আপীল নং- ক-২৫/২০২০- ২২৮(৭) স্মারকে উল্লেখিত ইজারা কার্যক্রম স্থগিতাদেশ ও কয়েকটি নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক সহ উপজেলা নির্বাহী অফিসার দিরাই এবং সংশ্লিষ্ট দপ্তরে অতিরিক্ত কমিশনার কর্তৃক স্বাক্ষরিত তাগিদপত্রটি বিভাগীয় কার্যালয় থেকে প্রশাসনিক কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন প্রেরণ করেন।
শ্রুতি আছে, তর্কিত জলমহালটি নিয়ে বরইতিয়র মৎস্যজীবি সমিতির সম্পাদক আজির উদ্দিন, ৯ নং কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান তালুকদার এবং ৫নং ওয়ার্ডের মেম্বার আসাদ চৌধুরীদের বিরুদ্ধে মৃত্যু সনদ জাল-জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করে শালিয়ার গাও মৎস্যজীবি সমিতির সভাপতি সুবোধ বিশ্বাস সুনামগঞ্জ আদালতে- সি- আর- ৬৫/২০২০ নং মামলা দায়ের করেন। সুত্রে আরোও জানা যায়, কেবলমাত্র জলমহালটি ইজারা পেতে বরইতিয়র মৎস্যজীবি সমিতির সম্পাদক আজির উদ্দিন এবং ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার সমিতির সদস্য আব্দুল মান্নান বিগত ১৮/০২/ ২০ ১৮ইং তারিখ মৃতুবরন করলেও বিবাদীরা ইজারা প্রাপ্ত জলমহাল ইজারা রক্ষার্থে জ্ঞাতসারে ও যোগাযোগী মুলে মৃত মান্নানকে চলিত বছরের ২০/ ০২/ ২০২০ইং তারিখ মৃত দেখিয়ে উক্ত মৃত্যুসনদ বরইতিয়র সমিতি কে প্রদান করে।
এ ব্যাপারে এলাকায় শুশীল সমাজে চেয়ারম্যান ও মেম্বারের কর্মকান্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সহ সর্বত্র গুঞ্জন চলছে।