• করোনা ভাইরাস নিউজ

    মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে মাঠে জগন্নাথপুর এর ইউএনও-এসিল্যান্ড, ৬ জনকে জরিমানা

      প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২০ , ৬:৩৩:২৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মাস্ক ব্যবহার নিশ্চিত করনে পৃথক ভাবে জগন্নাথপুর এর ইউএনও -এসিল্যান্ড ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ৬ জনকে অর্থ দন্ড প্রদান করেছেন।এমনকি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা করার পাশা-পাশি পথচারীদের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন।

    বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে আজ ৩০ নভেম্বর বিকালে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময় সরকারি নির্দেশনা মোতাবেক মুখে মাস্ক না পরে বাজারে চলাফেরা করার অপরাধে দুই পথচারীকে ২ শত টাকা জরিমানা করেছেন। অভিযানকালে মাস্ক ব্যবহার নিশ্চিত করণ বিষয়ে জনসচেতনামূলক প্রচারনা করার পাশা-পাশি জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
    অপরদিকে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে স্থানীয় পৌর পয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় মাস্ক না পরায় চারজন পথচারীকে তিনশ’ টাকা করে মোট এক হাজার দুইশ’টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
    জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন , করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করণের লক্ষে আমরা মাঠে নিরলসভাবে কাজ করছি।

    আরও খবর

    Sponsered content