• আইন আদালত/সাজা

    মাস্ক না পরায় জগন্নাথপুরে জেল- জরিমানা

      প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২০ , ১:১৬:১৩ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মাস্ক না পরায় জগন্নাথপুরে ৬ জনকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করার পাশা-পাশি রুবেল (২১)নামক ১ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত এর বিচারক মোঃ ইয়াসির আরাফাত।

    মরনব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে ২৪ শে নভেম্বর বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট এলাকা ও কেশবপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মূখে মাস্ক না পরে ঘুরাফেরা করার কারনে ৬ জন পথচারীকে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। এসময় একটি বেসরকারী কোম্পানির প্রতিনিধি রুবেল মিয়ার (২১) পকেটে ৫ শত টাকা থাকার পরও জরিমানার টাকা দিতে অস্বীকার করায় তাকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেছেন। এই অভিযানে একদল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
    এছাড়াও মাস্ক পরিধানে সচেতনতামূলক প্রচারনা করা হয়েছে।
    জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডিত ব্যক্তি রুবেল মিয়া(২১)কে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content