প্রতিনিধি ২ নভেম্বর ২০২০ , ১:২৬:৩৬ অনলাইন সংস্করণ
বিপ্লব রায়, শাল্লা:: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এর যথার্থ তাৎপর্য হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে জীবন বিলিয়ে দিয়ে সমাজকে সহযোগীতা করা। আর এই সহযোগীতা করার মনোবল নিয়েই শাল্লা থানার ওসি নাজমুল হক ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছেন। নির্মাণ করতে যাচ্ছেন মানবতার দেয়াল নামে একটি সাহায্যকারী কেন্দ্র। এই কেন্দ্রে থাকবে শীতের পোষাক, জুতা, শার্ট প্যান্ট ও টিশার্টসহ যাবতীয় কাপড়। সমাজের বিত্তবানেরা এখানে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে সহযোগীতা করতে পারবেন। আর এসব কাপড়গুলো গরীব অসহায় মানুষগুলো বিনামুল্যে নিতে পারবেন। যারা পোষাক কিনতে পারবেন না, শীতে কাবু থাকতে হয় তারাই এই মানবতার দেয়াল থেকে প্রয়োজনীয় কাপড়গুলো নিতে পারবেন। রাত দিন সবসময় এই কেন্দ্র খোলা থাকবে। তাই উদ্যোগ বাস্তবায়নের জন্য স্থানীয় সাংবাদিকদের সাথে সোমবার বিকেলে তিনি মতবিনিময় করেন।
এসময় তিনি জানান, আমি লক্ষ্য করেছি শাল্লার মানুষেরা অনেকটাই পিছিয়ে রয়েছে। এছাড়াও গরীব অসহায় লোকের সংখ্যাও অনেক বেশি। তারা মুখ খুলেও বলতে পারছে না, আবার অভাবও তাদের পিছু ছাড়ছে না। তাই এসব লোকেদের কথা চিন্তা করেই মানবতার দেয়াল নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। যাদের নতুন কাপড় কেনার সামর্থ নেই এবং সমাজের অসহায় মানুষগুলোও যেকোনো সময় এখান থেকে নিজেদের পছন্দমত পোষাক নিতে পারবেন। সব সময় এই মানবতার দেয়াল খোলা থাকবে। এতে সমাজের বিত্তবান ব্যক্তিসহ সকল শ্রেনীর মানুষের সহযোগীতা কামনা করেন তিনি।