• অনিয়ম / দুর্নীতি

    মতলব দক্ষিণে আলুর কৃত্রিম সংকট ও অতিরিক্ত মুল্যে বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২০ , ৪:৫৪:৩৭ অনলাইন সংস্করণ

    মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ পর্যাপ্ত আলু থাকা সত্বেও কৃত্রিম বাজার সংকট তৈরী ও সরকারি নির্ধারিত মুল্য আলু বিক্রি না করার অভিযোগে ২ কোল্ড ষ্টোরেজে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মতলবের এই ২টি কোল্ড স্টোরেজ এর মধ্যে গুরুত্বপূর্ণ অভিযান চালান মতলব দক্ষিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক নুসরাত শারমিন স্যার। অভিযোগ উঠে, পর্যাপ্ত আলু কোল্ড স্টোরেজে মজুদ থাকার পরেও বাজারে আলুর কৃত্রিম সংকট তৈরি করা সাধারন ক্রেতাদের বিপাকে ফেলে চড়া দামে আলু বিক্রি করে এবং সরকার নির্ধারিত ২৭ টাকা মূল্যে আলু বিক্রয় না করে প্রতি কেজি ৩৪-৩৮ টাকা মূল্যে কৃষক/ব্যবসায়ীদের কাছে বিক্রয় করার অভিযোগে মেসার্স মমতা কোল্ড স্টোরেজ ও মেসার্স করিম কোল্ড স্টোরেজের মালিকদেরকে ভ্রাম্যমাণ আদালতে মোট ৭৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে অবিলম্বে মজুদকৃত আলু সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বাজারে সরবরাহের ব্যাবস্থা গ্রহণে কোল্ডস্টোরেজ মালিকগণকে কঠোর নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা মার্কেটিং অফিসার, চাঁদপুর ও মতলব দক্ষিন উপজেলার পুলিশ ফোর্সসহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিগণ।

    0Shares

    আরও খবর

    Sponsered content