• মানববন্ধন

    ব্যাটারী চালিত ইজিবাইক গাড়ী অপসারণ এর দাবীতে জগন্নাথপুরে মানব বন্ধন

      প্রতিনিধি ৮ নভেম্বর ২০২০ , ১২:৫৭:০৯ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

    জগন্নাথপুর থেকে অনুমোদনহীন অবৈধ ইজিবাইক, টমটম ও মিশুক সহ সবধরনের ব্যাটারী চালিত গাড়ী অপসারণ এর দাবীতে জগন্নাথপুরে মানব বন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
    সরকারি নীতিমালা অমান্য করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলাচলকারী সরকার কর্তৃক অনুমোদনহীন অবৈধ ইজিবাইক, টমটম ও মিশুক সহ সবধরনের ব্যাটারী চালিত গাড়ী অপসারণ করার দাবীতে জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর আয়োজনে আজ ৮ ই নভেম্বর দুপুর ১১ ঘটিকার সময় স্থানীয় পৌর পয়েন্টে এক বিশাল মানব বন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর সভাপতি মোঃ নিজামুল করিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শফিকুল হক খেজর এর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর সহ-সভাপতি মোঃ আজাদ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মুকিত মিয়া,মাইক্রোবাস শাখার সভাপতি মোঃ আখলাক, জগন্নাথপুর উপজেলা মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ রব্বানী মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজন মিয়া,ট্রাক শাখার সভাপতি মোঃ আলী রাজ, শ্রমিক নেতা মোঃ মুকিত মিয়া, লাল মিয়া ও সুহেল মিয়া প্রমূখ।
    এসময় প্রায় দুই শত শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
    বক্তারা তাদের বক্তব্যে বলেন, অনুমোদনহীন অবৈধ ব্যাটারী চালিত ইজিবাইক, টমটম ও মিশুক গাড়ী জগন্নাথপুর এর সর্বত্র ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। জগন্নাথপুর পৌর সহর সহ উপজেলার সবকটি সড়কে এই সকল গাড়ী অবাধে চলাচল করছে। এমনকি উপজেলার সড়ক গুলোর সবকটি পয়েন্টে সর্বদা যানযট লেগেই থাকে। যাত্রী সাধারণ ও পথচারীদের জানমাল হুমকির সম্মুখীন। দেখেও না দেখার ভান করছে ট্রাফিক পুলিশ। বিদ্যুৎ এর ওপর পড়ছে প্রভাব । রাজস্ব হারাচ্ছে সরকার। জনস্বার্থে জগন্নাথপুর উপজেলা থেকে এই সকল অবৈধ গাড়ী অবিলম্বে অপসারণ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
    সরকারের প্রতি আহবান জানিয়ে সভাপতির বক্তব্যে মোঃ নিজামুল করিম বলেন, জনস্বার্থে সরকারি ভাবে অনুমোদনহীন অবৈধ ব্যাটারী চালিত ইজিবাইক টমটম ও মিশুক গাড়ী জগন্নাথপুরে বিষ পুঁড়া হয়ে দেখা দিয়েছে। অনতিবিলম্বে এই সকল গাড়ী ১৫ ই নভেম্বর মধ্যে জগন্নাথপুর উপজেলা থেকে অপসারণ করা হউক। অন্যাথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

    আরও খবর

    Sponsered content