• মানববন্ধন

    বিশ্বনবীর অপমান সইবে না মুসলমান’ শ্লোগানে মুখরিত দিরাইয়ের কর্ণগাঁও বাজার

      প্রতিনিধি ৬ নভেম্বর ২০২০ , ৭:১৩:৫৬ অনলাইন সংস্করণ

    দিরাই ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) কে উদ্দেশ্য করে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে কর্ণগাঁও বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    নতুন কর্ণগাঁও বায়তুল জামে মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই শুরু হয় একের পর এক মিছিল। মিছিলকারীদের কারও হাতে প্ল্যাকার্ড কারও হাতে ব্যানার, আবার কারও মাথায় ছিলো শ্লোগান সম্বলিত কাপড়।

    একটির পর একটি মিছিলে লোকে লোকারণ্য হয়ে পড়ে পুরাতন কর্ণগাঁও জামে মসজিদ ও মুকসুদপুর জামে মসজিদ ও বদলপুর জামে মসজিদ হয়ে কর্ণগাঁও বাজারে মদনপুর সড়কের পাশে সড়কের বিভিন্ন প্রান্তে। মিছিলকারীরা বলছিলেন ইসলামের নবীর অবমাননা তারা কোনোভাবেই মেনে নিতে রাজি নন। “যারা নবীর অপমান করেছে তাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে মুসলিমদের কাছে, প্রয়োজনে আমরা শহীদ হবো, শেষ রক্ত পর্যন্ত দিতে রাজি আছি, তবু নবীর অসম্মান মানবো না।

    মিছিল ও সমাবেশগুলোতে বক্তারা বলেন ঢাকা থেকে ফরাসি দূতাবাস সরিয়ে দেয়া এবং ফরাসী পণ্য বর্জনের আহ্বানের পাশাপাশি বাংলাদেশ সরকার ও মুসলিম বিশ্বকে ফ্রান্সের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহবান জানান তাঁরা

    বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মাওঃ আবুল ফজলের সভাপতিত্বে , মুফতি বদরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওঃ হোসাইন আহমদ,মাওঃ ইলাছ হোসাইন মাওঃ ওয়াকিব আলী, মাওঃ গোলাম মোস্তফা,
    মাওঃ বশির আহমদ, মাওঃ মাহমুদুল ইসলাম, জাফর ইকবাল চৌধুরী, মাওঃ আক্তার হোসেন, মাওঃ জাকারিয়া হোসেন তালুকদার, মাওঃ সুফিয়ান আহমদ,।

    এসময় আরও উপস্থিত ছিলেন আঃ মালিক, সাবেক মেম্বার আজিজ মিয়া,লালমিয়া, ছদরুল ইসলাম, আল কাইয়ুম, সুজাত মিয়া,আব্দুল বাতিন, মাওঃ আব্দুল আওয়াল, আমির উদ্দিন, রবিনুর আহমেদ, রাজু আহমেদ তালুকদার, জাসেল খাঁন, উজ্জ্বল খাঁ, প্রমুখ।

    আরও খবর

    পেরুয়া উন্নয়ন ফোরামের উদ্যেগে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার ও ঔষধ সরবরাহের দাবিতে মানববন্ধন

    দিরাইয়ে জামায়াত নেতা মোঃ আব্দুর রহিম মাষ্টারকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    সুনামগঞ্জে বহুল আলোচিত নুরুল ইসলামের খুনীদের গ্রেফতার ও ফাসিঁর দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    সুনামগঞ্জে সিকন্দর আলী হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    সুনামগঞ্জের সৎ ও দক্ষ সিভিল সার্জন ডা: তওহীদ আহমদ কল্লোলের বদলী বাতিল করে স্বস্থানে বহালের দাবী মানববন্ধন

    দিরাইয়ে শিশু ও শাল্লায় চেয়ারম্যান কর্তৃক তরুণী ধর্ষণের প্রতিবাদে দিরাইয়ে সার্চের মানববন্ধন

    Sponsered content