• মানববন্ধন

    ফ্রান্সে বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে জগন্নাথপুরে বিশাল প্রতিবাদ সভা

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৪:০৬:৫২ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ফ্রান্সে মহা নবীর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করার প্রতিবাদে উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা এর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ফ্রান্স সরকার কর্তৃক রাষ্ট্রীয় ভাবে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর এর উদ্যোগে ১২ ই নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকালে জগন্নাথপুর পৌর পয়েন্টে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
    মহানবীর অবমাননাকারী রাষ্ট্র ফ্রান্স বিরোধী স্লোগানে স্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিবাদ সভায় সমবেত হওয়া হাজার হাজার জনতার উপস্থিতিতে উলামা ঐক্য পরিষদের সভাপতি হাফিজ সৈয়দ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা হাসমত উল্লাহ খান ও হাফিজ জয়নুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উলামা ঐক্য পরিষদের সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ-শায়খে কাতিয়া, মাওলানা বাহা উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মুনইম শাহিন, হাফিজ সুহায়েল আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মতিউর রহমান, মাওলানা হোসাইন আহমদ হাছনু, মাওলানা মছরুর আহমদ, মাওলানা আবু নছর, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আবদুল হাফিজ, মাওলানা তাহের আহমদ, মাওলানা শাহিদ আহমদ, মুফতি সৈয়দ শামীম আহমদ, সৈয়দ আমিরুল ইসলাম, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ মামুনুর রশীদ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা ফজল আহমদ, হাফিজ আমিনুল ইসলাম রাজু প্রমূখ। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান।
    পরে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সর্বস্তরের প্রতিবাদী জনতা অংশ গ্রহণ করেন। পরিস্থিতি মোকাবেলায় পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এতে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে উলামা ঐক্য পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা।

    আরও খবর

    Sponsered content