• সুনামগঞ্জ

    ফজলে রাব্বি স্মরণ যুবলীগে উপ-সাংস্কৃতিক সম্পাদক মনোনীত হওয়ায় পাথারিয়া বাজারে আনন্দ মিছিল

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২০ , ৩:৫৮:২৯ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক।। সুনামগঞ্জের ছাত্রলীগের জনপ্রিয় সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ বাংলাদেশ আওয়ামী যুবলীগের

    উপ-সাংস্কৃতিক সম্পাদক মনোনীত হওয়ায় রবিবার বিকেল ৩ টায় তার জন্ম মাটি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন কর্মী সমর্থকেরা।

    ফজলে রাব্বি স্মরণ আওয়ামী যুবলীগে
    উপ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে স্থান পাওয়ার এই সংবাদ জানতে পেরেই আজ বিকেল থেকেই উপজেলার পাথারিয়া বাজারে এসে জড়ো হয় শত শত কর্মী সমর্থক। সন্ধ্যার দিকে সুখবর পাওয়ার সাথে সাথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এইচ আর হাবিবের উদ্দ্যোগে পাথারিয়া বাজার পয়েন্টের সামন হতে আনন্দ মিছিল বের করে নেতা-কর্মীরা।

    মিছিলটি পাথারিয়া বাজারের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পাথারিয়া ব্যবসায়ী কমিটির কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং মিষ্টি বিতরণ করেন।পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও পাথারিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও এইচ আর হাবিব।
    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা শাহ সুমন, সালে আহমদ, সৌরভ হুসেন, সুমন আহমেদ, নবীর আহসান, পাজর ইসলাম মিলন। আসাদ আবেদীন। রনি আহমেদ। রিয়াজ আহমেদ। রাজু মিয়া, জাকেরিন আহমেদ, সহ এলাকার বিভিন্ন শ্রেনীর পেশার মানুষজন।

    আরও খবর

    Sponsered content