• নিখোঁজ সংবাদ

    প্রাইভেট পড়তে গিয়ে ঘরে ফিরেনি মাদ্রাসা ছাত্র জাহিদ হাসানঃ পরিবারের দিন কাটছে অনিশ্চয়তায় ও দুশ্চিন্তায়

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২০ , ৬:০৩:১১ অনলাইন সংস্করণ

    মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামের ওয়াপদা সংলগ্ন মৃধা বাড়ীর মোঃ শিপন মৃধার বড়ো ছেলে মোঃ জাহিদ হাসান সোহাগ (১২) গত ২৪ নভেম্বর বাড়ী থেকে প্রাইভেট পড়তে গিয়ে আজ পর্যন্ত বাড়ী ফিরে আসেনি। সে মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

    তার পিতা ইমাম হাসান শিপন জানান, “ঐ দিন সকালে আমার বাড়ীর পাশেই মতলব মাদ্রাসার অফিস সহকারী নবীর হোসেনের কাছে পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়েছে। অতঃপর অনেক সময় পেরিয়ে গেলে বাড়ীতে না আসায় উদ্দিগ্ন হয়ে খোজাখুজি শুরু করি। কোথাও না পেয়ে তার প্রাইভেট শিক্ষক মোঃ নবীর হেসেনের কাছে খোঁজ নিয়ে জানা যায়, সে সময়মত প্রাইভেট পরা শেষ করে বাড়ীর দিকে চলে গেছে। কিন্তু সে অদ্যবধি বাড়ী ফিরেনি। ইতিমধ্যে তাকে নিকট আত্মীয় স্বজনের বাড়ী এবং সম্ভাব্য সকল জায়গায় খুজেছি ও এলাকায় মাইকিংও করেছি। এখনও তার সন্ধান পাইনি। তাকে না পেয়ে মতলব দক্ষিণ থানায় গত ২৫ নভেম্বর সাধারণ ডায়েরী করেছি (ডায়েরী নং- ৯৬২)।” কোন স্বহৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান পেয়ে থাকলে ০১৯১৫৬২০১০৬৮ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন জাহিদের পিতা ইমাম হাসান শিপন।

    আরও খবর

    Sponsered content