প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২০ , ৪:১৯:৪৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ প্রবীণ রাজনীতিবিদ জগন্নাথপুর এর সিদ্দিক আহমেদ এর সুস্থতা কামনায় আলহাজ্ব এম এ মান্নান মহোদয় এর রাজনৈতিক সচিব ও আওয়ামী লীগ নেতা শাজাহান সিরাজ সহ বিভিন্ন মহলের লোকজন সকলের নিকট দোয়া কামনা করছেন।
জানাযায়, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী পরিবারের অভিভাবক প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সচেতনতার দৃষ্টিকোন হতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন। গত ২৬ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রতিবেদনে প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ এর করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়। তিনি গত ২৬ শে নভেম্বর থেকে নিজ বাড়ীতে হোম আইসোলেশনে রয়েছেন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধনধর এর তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আল্লাহ পাক রাব্বুল আলামীনের নিকট তাঁহার সু- স্বাস্থ্য ও সুস্থতা কামনা করার পাশা-পাশি সকলের নিকট দোয়া চেয়েছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয় এর রাজনৈতিক সচিব মোঃ হাসনাত হোসাইন ও আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান সিরাজ সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।