প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ১০:০৮:২৪ অনলাইন সংস্করণ
আব্দুল মতিন (মাসুদ)।। ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে কর্মরত ১১-১৬ হতে গ্রেডের কর্মচারীরা সচিবালয়ে ন্যায় পদ পদবী পরিবর্তন ও পদোন্নতির দাবিতে ১৫ নভেম্বর হতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।১৮নভেম্বর বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে, পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন, ১১-১৬ গ্রেডভুক্ত কর্মচারী গণ।কর্মবিরতি দিবস পালন কালে,উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান রবি, মোহাম্মদ নাজমুল হোসেন ও আবুল হাসানাত রনি এবং সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের নাজির জনাব মোঃ হাসমত উল্লাহ ও ফয়জুর রহমান তাদের সাথে কথা বলে জানা যায়, একই যোগ্যতা ও গ্রেড এর ভিত্তিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে চাকরি নিয়ে একই পদে অবসরে যেতে হয়। অথচ সচিবালয় ও অন্যান্য মন্ত্রণালয়ে কর্মরত কর্মচারীগণ পদোন্নতি প্রাপ্ত হয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে চাকরি থেকে অবসর গ্রহণ করেন । কালেক্টরেটের কর্মচারীগণ অত্যন্ত দক্ষতার সাথে সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন,অথচ তারা বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করার জন্য তারা ২০ বছর যাবত আন্দোলন করে আসছেন। পদ-পদবী ও গ্রেড পরিবর্তনের দাবিতে তারা এই আন্দোলন করছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি-দাওয়া আদায় না হলে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কর্তৃক আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে, জানা যায়।