• সমাজ সেবা

    ধোবাউড়ায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৯:৪০:২৪ অনলাইন সংস্করণ

    আব্দুল মতিন ( মাসুদ)। ময়মনসিংহ ধোবাউড়া থেকে ধোবাউড়ায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে মৃত ব্যক্তিদের কার্ড পরিবর্তন করে পরিবারের অন্য সদস্যের নামে নতুন করে কার্ড করে তাদের মাঝে বিতরণ করা হয়। ১৮নভেম্বর বুধবার ১২টায় উপজেলা পরিষদ হলরুমে কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের জনন্দিত চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা হাসান, ইউপি চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন প্রমূখ। ৭টি ইউনিয়নে মোট ১৯৬টি কার্ড পরিবর্তন করে নতুন ভাবে বিতরণ করা হয়েছে,বলে জানা যায়।

    আরও খবর

    Sponsered content