প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২০ , ৬:৩৮:৩১ অনলাইন সংস্করণ
আব্দুল মতিন (মাসুদ) ধোবাউড়ায় ময়মনসিংহ।। ময়মনসিংহের ধোবাউড়ায় রবি মৌসুমে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে ২০২০-২১অর্থবছরের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করাহয় , বিতরণ ও উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে উপজেলা হলরুমে ৩০নভেম্বর সোমবার আলোচনা ও বিতরণ সভা অনুষ্ঠিত হয় , উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
এসময় বীজ ও সার বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন তিনি।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল হক।
ধোবাউড়া উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ধান, গম, সূর্যমুখী, ভুট্টা বীজ ও সার বিতরণ করা হয়েছে।