প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৩:৪৩:২২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ মরনব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দোয়ারা বাজারে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান খন্দকার মোঃ মামুনুর রশীদ।
বৈশ্বিক মরনব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতার লক্ষে এলজিএসপি (৩) এর অর্থায়নে ১৬ ই নভেম্বর রোজ সোমবার সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলাধীন সুরমা ইউনিয়ন এর ১৫০ জন মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের চেয়ারম্যান খন্দকার মোঃ মামুনুর রশীদ বিতরণ করেছেন।
এসময় উপস্তিত ছিলেন সুরমা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম,সুরমা ইউনিয়ন যুবলীগ এর আহবায়ক মোঃ ফজলুল মামুন, সুরমা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছাঃ ফরিদা খাতুন, মহিলা সদস্য মোছাঃ জরিনা বেগম, মহিলা সদস্য মোছাঃ হোছনা আক্তার, নসদস্য মোঃ হজরত আলী, সদস্য মোঃ আব্দুর রহিম, সদস্য মোঃ মাসুক মিয়া,সদস্য মোঃ শাহ আলম,সদস্য মোঃ আব্দুল মতিন,সদস্য মোঃ নূরুল ইসলাম, সদস্য মোঃ আব্দুল কাদির, সদস্য বীর চন্দ্র পুরকায়স্থ, সদস্য মোঃ আলতাব হোসেন ও ইউপি সচিব মোঃ সামছুল আলম সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।