প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২০ , ১০:৫৭:১৯ অনলাইন সংস্করণ
এম এ মোতালিব ভুঁইয়া: দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপ্তাব আলী(৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আপ্তাব আলী (৫৫) ওই গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক আপ্তাব আলী ধানের ময়লা পরিষ্কার করার লক্ষে বিদ্যুতায়িত ষ্ট্যান্ড ফ্যানের সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের লোকজন ছাতক হাসপাতাল নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নাজির আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন