• দুর্ঘটনা

    ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২০ , ৩:১৮:৪১ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পাওয়ার টিলার ও বাইসাইকেল সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৫৮) নামে এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন।

    রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার পাটিয়াডাঙ্গী-রুহিয়া আঞ্চলিক সড়কের ঘনিবিষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের মৃত আব্দুল করিমের ছেলে।

    জানা যায়, আব্দুল কুদ্দুস আটোয়ারী উপজেলার গোয়ালডিঘী মাদরাসায় শিক্ষকতা করতেন। আজ সকালে বাড়ি থেকে সাইকেলযোগে রুহিয়া উত্তরা বাজারে যাচ্ছিলেন। এসময় পাটিয়াডাঙ্গী-রুহিয়া আঞ্চলিক সড়কের ঘনিমহেষপুর এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাওয়ার টিলারের সঙ্গে সাইকেলের সংঘর্ষে আব্দুল কুদ্দুস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও খবর

    Sponsered content