প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২০ , ১২:১২:৫৪ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব: ঠাকুরগাঁও সদর উপজেলা র“হিয়া থানাধীন আখানগর ইউনিয়নে খলিফাপাড়া ভেলারহাট পাকা রাস্তার প্রায় ২০টি সরকারি গাছ অবৈধ ভাবে কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, আখানগর ইউনিয়নের খলিফা পাড়া শামসুদ্দিন (নুনু)র ছেলে শহিদুল ইসলাম (৩৬) ভেলার হাট পাকা রাস্তা সড়কে প্রায় ২০টি ইউক্যালিপটাস
গাছ অবৈধ ভাবে কর্তন করেন। যার বাজার মুল্য প্রায় ১ লাখ টাকা।
সহিদুল ইসলাম জানান, আমি গাছ লাগিয়েছি, আবার আমিই কেটেছি। এতে আমি কাউকে
জানানোর প্রয়োজন মনে করি না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর“ল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না।
ইউপি ভূমি কর্মকর্তা রমেশ বাবু জানান, গাছ কাটার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায। এবং
অবৈধ ভাবে গাছ কাটতে বাধা দেওয়া হলে সহিদুল আমার কথা কোন তোয◌়াক্কা না করে নিজের প্রভাবে গাছ কাটতে থাকেন।
এব্যাপারে জেলা সহকারী ভূমি কমিশনার কামর“ল হাসান সোহাগ বলেন, অবৈধভাবে গাছ কাটার বিষয়টা আমি শুনেছি। তদন্ত সাক্ষেপে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।