প্রতিনিধি ২২ নভেম্বর ২০২০ , ২:০৬:৪৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর আর্ট স্কুল এর প্রতিষ্টাতা অধ্যক্ষ চিত্র শিল্পী প্রনব বণিক স্মরণে তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ জগন্নাথপুর আর্ট স্কুল এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, চিত্রশিল্পী প্রণব বণিক এর প্রথম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথপুর আর্ট স্কুল এর আয়োজনে তিনদিন ব্যাপী চিত্র প্রদশর্নী আজ ২২ শে নভেম্বর রোজ রবিবার উপজেলা পরিষদের রাধারমণ মিলনায়তনে উদ্বোধন করেছেন জগন্নাথপুর পৌর সভার মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া। পরে জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজলের সভাপতিত্বে ও শিক্ষিকা শিপা বেগম এবং কুশল কান্তি রায়ের যৌথ পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া , উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,সাংবাদিক বাবু শংকর রায়, চিত্র শিল্পী রুহুল আমিন তারেক ও জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সভাপতি কামাল উদ্দিন।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।