প্রতিনিধি ১১ নভেম্বর ২০২০ , ৫:২৫:৪১ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে শালী-দুলাভাই এর প্রেমের ফসল নবজাতক শিশু কন্যা সিলেট “সোনামণি নিবাস”-এ। শ্যালিকা হাসপাতালে আর দুলাভাই জেল হাজতে। ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ আলাউদ্দিন এর ছেলে আলী আমজদ(৩২) এর স্ত্রী দীর্ঘ দিন ধরে প্রবাসে রয়েছেন। এরই সুবাদে স্ত্রীর খালাতো বোন একই গ্রাম নিবাসী জনৈক হতদরিদ্র ব্যাক্তির মাদ্রাসা পড়ুয়া মেয়ে সাঈদা( ছদ্মনাম) কে রান্না -বান্না করার জন্য নিজ বাড়ীতে নিয়ে আসেন। এক পর্যায়ে শ্যালিকা সাঈদা(ছদ্মনাম) ও দুলাভাই আলী আমজদ(৩২) এর মাঝে প্রেমের সম্পর্ক ঘরে ওঠার পাশা-পাশি শারীরিক সম্পর্কে গড়ায়। এতে শ্যালিকা সাঈদা( ছদ্মনাম) ৭ মাসের অন্তঃসত্ত্বা হলে গত ৭ ই নভেম্বর অন্তঃসত্ত্বা সাঈদা ( ছদ্মনাম) কে আলী আমজদ জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ডেলিভারির মাধ্যমে এক নবজাতক শিশু কন্যা ভূমিষ্ট হয় এবং নবজাতককে হাসপাতালে রেখে মা- নানী পালিয়ে যায়। এই শিশুটিকে রাশিয়া (৫০) নামক এক মহিলা হাসপাতালের সিঁড়িতে দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিহিত করার পাশাপাশি লালন-পালন করেন। পরে ৯ ই নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতক শিশু কন্যাকে জগন্নাথপুর উপজেলা সমাজসেবা অফিসার বিলাল হোসেন এর নিকট হস্তান্তর করেন। শিশুটিকে সিলেট সোনামণি নিবাস-এ পাঠানো হয়েছে। এই বিষয়ে কিশোরী সাঈদা (ছদ্মনাম) এর ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার পরিপেক্ষিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১০ ই নভেম্বর দিবাগত রাতে লম্পট দুলাভাই আলী আমজদ (৩২)কে গ্রাম থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। আজ ১১ ই নভেম্বর তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। এই নবজাতকের মা সাঈদা (ছদ্মনাম) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বিলাল হোসেন জানান, হাসপাতালে জন্ম নেয়া নবজাতক শিশুকে ৯ ই নভেম্বর সিলেটস্থ ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। সেখানেই শিশুকে লালন পালন করা হবে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুদন ধর বলেন, ‘নবজাতক ভূমিষ্ট শিশুর জন্ম হওয়ার পর কোন এক সুযোগে শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যায় শিশুটির বাবা মা। শিশুটিকে সমাজসেবা বিভাগে হস্তান্তর করার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এই নবজাতক শিশুটিকে সিলেট সোনামণি নিবাসে পাঠিয়েছেন।
গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আসামী আলী আমজদ (৩২) কে আজ ১১ ই নভেম্বর রোজ বুধবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।