• অনিয়ম / দুর্নীতি

    জগন্নাথপুরে ছিনতাই মামলায় ইউপি মেম্বার সাজাদ জেল হাজতে

      প্রতিনিধি ৬ নভেম্বর ২০২০ , ৫:২৭:২১ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছিনতাই মামলায় জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ ইকবাল হোসেন সাজাদ জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সুনামগঞ্জ জেলা দায়রা আদালতের বিচারক শুভদীপ পাল ৫ ই নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী মোঃ মাজহারুল ইসলাম। তিনি বলেন, জি আর ১৭৬/২০ জগন্নাথপুর, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড আইনের এক মামলায় জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রাম নিবাসী কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ইকবাল হোসেন সাজাদ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তার আইনজীবী তৈয়বুর রহমান বাবুল জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দিয়েছেন।

    আরও খবর

    Sponsered content