প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২০ , ৪:৫৯:৩৪ অনলাইন সংস্করণ
মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ গরম পেরিয়ে এসেছে শীত আর এই শীতের মাত্রা যত বাড়ছে ততই বাড়ছে দিনের পর দিন মহামারি করোনায় আক্রান্তের সংখ্যা৷ করোনা মহামারী পরিস্থিতি দিন দিন পুনরায় বৃদ্ধি পাচ্ছে বিধায় জীবন হয়ে উঠেছে অনিশ্চিত ও হুমকিস্বরূপ। এদিকে মানুষের মধ্যেও দেখা যাচ্ছে অসচেতনতা, অনেকেই ইচ্ছে করে করছে হেয়ালি পনা ও অবহেলা। তাই সরকারি, বেসরকারি, আধা সরকারি, সামাজিক ও রাজনৈতিক সকল সচেতন মহল পুনরায় নিজ নিজ উদ্যোগে দেশের ও দশের স্বার্থে চালাচ্ছে জনসচেতনতা মুলক প্রচারনা। একই সাথে বিতরন করছে মাস্ক ও সেনিটাইজার বা পরিস্কারক সামগ্রী৷ সেই মহান ও গুরুত্বপূর্ণ লক্ষকে সামনে রেখে এমন সময়োপযোগী কাজ করেছে গত ১৮ নভেম্বর ২০২০ ইং মতলব দক্ষিন উপজেলা প্রশাসনের সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এসময় সকলের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বানী প্রদান, করোনা রোগীর প্রতি করনীয়, পরিস্কার থাকার নিয়ম, মাস্ক পরার গুরুত্ব সহ অনেক পরামর্শ প্রদান করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়।