প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২০ , ৮:০৬:২০ অনলাইন সংস্করণ
ছবি- ইনসেডে ডানে খুনি এসআই আকবর ভূঁইয়া, বামে নিহত রায়হান।
ভাটি বাংলা ডেস্ক: সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই আকবর ভূঁইয়ার নেতৃত্বে নগরীর আখালিয়ার নেহারিপাড়ার যুবক রায়হান আহমদকে নির্যাতন করে হত্যা করার অভিযোগ ওঠেছে।
প্রথম থেকেই পরিবারের অভিযোগের তীর পুলিশের দিকে।
এ ঘটনায় রোববার দিবাগত রাত আড়াইটায় সিলেট কোতোয়ালি থানায় রায়হান আহমদের স্ত্রী তানিয়া আক্তার তান্নি বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় তান্নি সিলেটের বন্দরবাজার ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে তার স্বামীকে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ করেছেন।
এদিকে সাময়ীক বরখাস্ত হওয়া ফাঁড়ির ইনচার্জ এস.আই আকবর হোসেন ভূইয়াকে গতকাল সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।
এর আগে গত সোমবার পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া প্রত্যাহার করা হয়েছে আরও তিন পুলিশ সদস্যকে।
সোমবার বিকেলে মহানগর পুলিশের পক্ষ থেকে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন- বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।
উল্লেখ্য, রায়হান উদ্দিন সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।
তার তিন মাসের এক মেয়ে রয়েছে। নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতো সে।
জনতার ফাঁড়ি ঘেরাওঃ পুলিশের নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় ফুঁসে ওঠছে আধ্যাত্মিক রাজধানী খ্যাত ওলি আউলিয়া শহর সিলেটের জনগণ।
রায়হান হত্যার মূল ঘাতক এসআই আকবর ভূঁইয়া লাপাত্তার খবরে ক্ষুদ্ধ ও শোকার্ত জনতা বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ঘেরাও করে রাখে কিছু সময়।
এসময় স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিত লক্ষ্য করা যায়।