• মুক্ত কলাম

    সাদাকে সাদা আর কালোকে কালো বলে যে!– ফারজানা মৃদুলা

      ফারজানা মৃদুলা ৭ অক্টোবর ২০২০ , ৮:২৮:১২ অনলাইন সংস্করণ

    অপরাধের ঘটনা শুনলেই যে ছুটে যায় যেকোন পরিস্থিতিতে সেই বাংলার দামাল ছেলের একদলের নাম সিলেট জেলাপুলিশ।

    এই দলের মহানায়ক এর নাম আমাদের সকলেরই জানা আজ ।যার চৌকস নেতৃত্বে সদা মানব সেবায় প্রস্তুত সেই সাদা পায়রার দল ।

    করোনাকালিন সময়ে যারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে দিবা-নিশি।বন্যার দূর্যোগ এ ছুটে চলছে নিরলস ভাবে। বাংলাদেশে আশঙ্কাজনকভাবে বিগত বছর গুলো থেকে ইয়াবার বিস্তর ঘটছে ।

    এই নেশার মরনফাঁদে আটকেছে কিশোর, তরুণ, যুবক সকলেই।যখন সিলেটেও ছড়িয়ে পড়েছিলো ইয়াবার বাজার। ঠিক তখনই জেলা পুলিশ এর মহানায়ক পদক্ষেপ নিলেন সিলেট জেলাকে মাদকমুক্ত করতে।

    আর তখনই নজিরবিহীন ভাবে অভিযান শুরু হয়ে বিশাল পরিমান ইয়াবার চালান ধরা পড়েছে এবং চালানকারীরা ও বাদ পড়েনি। এখনও এই অভিযান অব্যাহত আছে।

    সৎ,কর্মঠ, ন্যায়পরায়ণ একজনের দিকনির্দেশনায় পাল্টে গেছে সিলেট জেলা পুলিশ এর কার্যক্রম এর দৃশ্যপট।

    “ফাটাকেষ্ট” ছবিটার নাম কম বেশী সকলেই জানি।

    যেখানেই অন্যায় সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা। ফরিদ উদ্দিন এর কাজের ক্ষেত্রে যদি সীমাবদ্ধতা না থাকতো তাহলে হয়ত পুরো সিলেট বিভাগ অপরাধ মুক্ত হতো সেই ফাটাকেষ্টের মত।

    সিলেটে পুলিশ বাহিনী নিয়ে, ভিন্ন এক দৃষ্টান্ত সৃষ্টকারী যার নাম অকপটেই মুখে আসে তিনি নির্দ্বিধায় পুলিশ সুপার মহোদয়।

    অতিরিক্ত পুলিশ সুপার(সদর- মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন আমাদের এসপি ফরিদ উদ্দিন পিপিএম স্যার এমন একজন মানুষ, যার দরজা জণসাধারণের জন্য সব সময় খোলা।স্যারের সাথে দেখা করতে কোন ভোগান্তি পোহাতে হয়না কারো।আমারা গর্বিত স্যারের সাথে কাজ করার সূযোগ পেয়ে।

    এই মহানায়কের আন্তরিকতা, দক্ষ ও সাহসী ভূমিকায় পুলিশ বাহিনীর সুনাম বৃদ্ধি পাচ্ছে আজ সিলেটবাসীর কাছে। যাতে কিনা পুলিশের প্রতি জনগনের বিগত সময়ের ধারনা পুরো পাল্টে দিয়েছে।

    এমন সাহসী মনোবলের মানুষদের উদ্দোশ্যেই, মায়া অ্যাঞ্জেলু বলেছেন, সাহস হলো সকল গুণের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ, কারণ সাহস ছাড়া আপনি অন্য কোনও ভালো কাজকে ধারাবাহিকভাবে অনুশীলন করতে পারবেন না।

    আজ বাংলাদেশে প্রতিটি জেলায় খুব প্রয়োজন এমন একজন পুলিশ অফিসারের। যার সততায় তার দল ছুটে চলবে, সাদা কে সাদা কালো কে কালো বলতে পিছু পা হবে না।
    যাদের কাছে গিয়ে একজন ভুক্তভোগী আশাহত হয়ে ফিরে না আসে।
    স্যালুট জানাই এই সাহসী সৈনিক এবং তার দলকে।
    কবি মোহন রায়হানের একটা কবিতার খানিকটা অংশ তুলে ধরি
    “আমি হ্যান্ডগ্রেনেডের মতো আমার প্রচণ্ড রুদ্ররোষ ছুড়ে দিই
    এইসব বুদ্ধিজীবী লেখক শিক্ষক কবি ঘুণে-ধরা রাজনীতিকের প্রতি।
    বুর্জোয়া অর্থনীতিকের ডাটা আমি দু’পায়ে মাড়াই
    কারা বলে ব্যর্থ মাটি, এই জল, ব্যর্থ এই মানুষ-লাঙল?
    এই শস্যের বৈভবে খাদ্যঘাটতির কথা
    আমি মানি না, মানি না।
    সাম্রাজ্যবাদ আর তার পরিকল্পনার বুকে লাথি মারি
    আজ আমাদের শুধু সাহসী মানুষ চাই, শুধু সাহসী মানুষ চাই।
    আসলেই আজ সাহসী মানুষের বড় অভাব,তবে সেই অভাবের মাঝে স্বত্বির চিহ্ন এঁকে যাচ্ছে ফরিদ উদ্দিন আহমদ। এই ধারা ছড়িয়ে পড়ুক চারিদিকে তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি প্রানের বাংলাদেশ অপরাধীদের কবল থেকে রক্ষা পাবে।
    লেখক: সাংবাদিক ও কলামিস্ট।

    আরও খবর

    Sponsered content