• সমাজ সেবা

    মানবতার ফেরিওয়ালা বানিয়াচং’য়ের জনি দাস সোহাগ অকাতরে বিলিয়ে যাচ্ছেন নিজ দেহের রক্ত

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ২:৪৩:৩৮ অনলাইন সংস্করণ

    আজিজুর রহমানঃ- মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। হবিগঞ্জ জেলা বানিয়াচং থানা কাগাপাশা ইউনিয়নের নজিপুর গ্রামের বাসিন্দা সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের উপ ধর্ম বিষয়ক সম্পাদক,৬ নং কাগাপাশা ইউনিয়ন এর সাবেক সাংগঠনিক সম্পাদক, মানবতার ফেরিওয়ালা জনি দাস সোহাগ। রাজনৈতিক কর্মব্যস্ততার মধ্যেও নিজেকে মানব সেবায় উৎসর্গ করে দিয়েছেন।গরিব অসহায় মেহনতী মানুষের পাশে থেকে তাদের সেবা করেই যাচ্ছেন। নিজের শরীরের রক্ত দিয়ে বাঁচিয়েছেন অনেক মানুষের প্রাণ।

    জনি দাস সোহাগ জানান,তিনি মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে যেতে চান, তিনি সকলের কাছে দোয়া ও সহোযোগিতা চেয়েছেন।

    তিনি আরও বলেন প্রত্যেক মানুষ মানবতার কল্যাণে কাজ করা উচিৎ, তিনি সকল কে মানবতার কল্যাণে কাজ করার জন্য আহবান করেন।

    আরও খবর

    Sponsered content