প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ১২:৫১:৫৯ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধি: একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের নামে ভর্তি বাণিজ্যের অভিযোগ শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। গত ১ অক্টোবর শাল্লা কলেজ পরিদর্শন করে উপজেলা পরিষদে এসে এডিসি ( শিক্ষা ও আইসিটি) জসীম উদ্দিন অভিযোগের তদন্ত করেন। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের জিজ্ঞাসা করেন তিনি। তবে এডিসি শিক্ষা জসিম উদ্দিন জানিয়েছেন এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট দেয়া হয়নি। আশা করা যাচ্ছে আগামী ৭ দিনের মধ্যে জেলা প্রশাসক স্যারের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়া যাবে।
এদিকে শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষের এমন দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে শাল্লার সচেতনমহল। মানববন্ধন ও প্রতিবাদী মিছিল মিটিংসহ বিভিন্ন আন্দোলন কর্মসুচীর ডাক দিয়েছেন তারা। সোমবার(৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বেলা ১২ টায় এলাকাবাসীর উদ্যোগে শাল্লা ডিগ্রি কলেজে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। মানববন্ধনে ছাত্রলীগ নেতা শামীম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা ফেনী ভুষন সরকার, এনামুল বারী লেলীন, আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা পলাশ সরকার পল্টু, মিঠু চন্দ্র দাস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খেটে খাওয়া দিনমজুর মানুষের পেটে লাথি মেরে অবৈধভাবে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া হয়েছে। যার ফলে অনেক অভিভাবকেরা অন্যের কাছ থেকে সুদী এনে এসব টাকা দেয়ায় হিমশিম খাচ্ছে অসহায় পরিবারগুলো। তাই এমন দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।
Notifications