• সভা/সেমিনার

    বাকেরগঞ্জ থানার উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিট পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ১১:০৭:৫৯ অনলাইন সংস্করণ

    গাজী আসাদুজ্জামান রাকীব,বাকেরগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশ ব্যাপি নারী ধর্ষন ও নির্যাতনের বিরোধী সমাবেশে ১,২,৩,ও ৬নং ওয়ার্ডের পুলিশং বিট বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের কানকি কৃষ্ণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনেও এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের। ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোঃকাজী হারুনর রশীদ, অনুষ্ঠান পরিচালনা করেন থানার দায়িত্বরত এস আই আমির হোসেন

    নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃআব্দুল খালেক হাওলাদার, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃআব্দুল আউয়াল,আওয়ামীলীগের নেতা জনাব মাসুদ খান,স্বপ্ন ছোঁয়া সংগঠনে সভাপতি মোঃমাইদুল ইসলাম সাইদুল এছাড়া উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার গাজী আনোয়ার হোসেন,বাংলা টিভি ৭১ এর স্টাফ রিপোর্টার নিলুফা আক্তার তানিয়া, সময়ের সংবাদ এর প্রতিনিধি গাজী আসাদুজ্জামান রাকিব, সাংবাদিক আব্দুল আলীম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ’রা।
    নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশে বিট পুলিশং নং-২২ বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি আর সেই লক্ষ্যে উপস্থিত
    বক্তারা বলেন নারী নির্যাতনকারী দেশের শত্রু জনগনের শত্রু তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের সাথে হাত মিলিয়ে আইনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে। সবাই সম্মেলিত সুরে শ্লোগান দেয়, পুলিশ-জনতা দিচ্ছে ডাক, নারী নির্যাতনকারী নিপাত যাক,নারী নির্যাতনের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার,আমরা হব সচেতন, হতে আর দেবনা নারীর প্রতি কোন নির্যাতন,পুলিশ-জনতা ভাই ভাই, নারীর নিরাপত্তায় সবাই অংশগ্রহণ চায়,নিরাপদে দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি, নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ নারীকে সম্মান করুন এবং জরুরী পরিস্থিতির সময় তার সাহায্যে এগিয়ে আসুন, নারীর উপর সহিংসতা, ঘৃণ্য এক কাপুরুষতা।ইভটিজিং ধর্ষন ও নিপীড়ন এক সামাজিক ব্যাধি, বন্ধ করতে হবে যদি গড়তে চাও এক সুন্দর পৃথিবী।

    এছাড়া এস আই আমির বলেন বিট পুলিশ কার্যক্রম চালু করেছি তাই আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে দেশ ও সমাজ থেকে নারী নির্যাতন ও ধর্ষন, কিশোর গ্যাং, মাদক বন্ধ হয়। প্রয়োজনে ৯৯৯ এ কল দিয়ে পরিচয় গোপন রেখে সহযোগীতা করার অাহ্বান জানান

    আরও খবর

    Sponsered content