প্রতিনিধি ২২ অক্টোবর ২০২০ , ৬:০৬:৩৮ অনলাইন সংস্করণ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।। গতকাল ২০ইং মঙ্গলবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাংলা বাজারে ১০ টাকা কেজি দরের চাল বিতারন স্থানীয় ডিলার মোঃ পলাশ হাওলাদার।
এ সময় ১০ টাকা কেজির চাউল বিতারনে চাউল কম দেয়ার একাধিক অভিযোগ পাওয়া যায় স্থানীয় ডিলার মোঃপলাশ হাওলাদারের বিরুদ্ধে ।
উল্লেখ্য সূত্র মতে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তার ইশতেহারের ঘোষিত অনুসারে দশ টাকা দরে চাউল গরীব, অসহায়,মধ্যবিত্ত মানুষের মাঝে বিতারনের প্রতিশ্রুতি অনুসারে সারা দেশে ডিলার নিয়োগের মাধ্যমে হতদরিদ্রদের দশ টাকা দরে ত্রিশ কেজি বিতারন নিয়ম চালু করেন।আর তারই ধারাবাহিকতায় চলিত মাসেও ১০টাকা কেজি দরে বিতারন করা হয়। এ সময় বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের বাংলা বাজারে ১০ কেজি দরে চাল বিতারন করা হয়। কিন্তু চাল বিতারনের একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। যেখানে ৩০কেজি বস্তা প্রতি জনে পাওয়ার নিয়ম থাকলেও সঠিক ভাবে পাচ্ছে না কার্ডধারী ব্যাক্তি’রা। ডিলার পলাশ সরকারের নির্দেশনাকে তোয়াক্কা না করে প্রতিটি বস্তা খুলে তা থেকে ৫/৬ কেজি চাল চুরি করে বাকী চাল হতদরিদ্রদের মাঝে বিতারণ করে।
১০ টাকা দরে ঐ ত্রিশ কেজি চাল বিতারন করার সময় সাংবাদিকের দৃষ্টিগোচর হলে তার কতিপয় দরিদ্র লোকদের চাল জনসম্মুখে মাপালে কারো ২৫ /২৬ কেজির বেশী চাল দেয় না। এদিকে সাংবাদিকরা ডিলার পলাশের চাল কম দেয়ার কথা জিজ্ঞেস করলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমরা বালতি দিয়ে আনুমানিক ভাবে মেপে দিয়ে থাকি তাছাড়া আমরা এর বেশি দিলে আমার লস হবে, তিনি বলেন আপনার যা পারেন করেন। এছাড়া ওই খানের ভুক্তভোগীরা চাল কম দেয়ার কথা বলে এবং সাংবাদিকের ক্যামেরা সামনে ভিডিও স্বাক্ষাত দেন এবং ঐ ভুক্তভোগীরা ঐ চালচোর ডিলার পলাশের ডিলারশীপ বাতিল পূর্বক বিচারের দাবী জানাচ্ছে।