• আহত / নিহত

    বাকেরগঞ্জে পারিবারিক কলহে সাংবাদিক তানিয়ার উপর সন্ত্রসী হামলা!!

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২০ , ৮:৫০:৩৪ অনলাইন সংস্করণ

    বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।। বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের অাউলিয়াপুর গ্রামের পারিবারিক কলহের জের ধরে সাংবাদিক তানিয়া ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা ঘটায় দুবৃ্ত্ত’রা।

    সূত্রে জানা যায়, ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা খোকন অাকন এর ভাগ্নী তানিয়া অাক্তার ও খোকন অাকনের বোন তানিয়া অাক্তারের মা তার পিত্রালয়ে বসতবাড়ি নির্মাণ করে একমাত্র কন্যাকে নিয়ে বসবাস করেন।গত দু’দিন আগে তানিয়া অাক্তার বসত ঘরের সামনে বসার জন্য একটি বেঞ্চ তৈরি করেন আর তারই ধারাবাহিকতা কেন্দ্র করে তাদের প্রতিবেশী ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের সাথে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে ৩০ অক্টোবর বেলা ১১ টায় পূর্ব পরিকল্পিতভাবে মৃত মেছের উদ্দিন হাওলাদার এর পুত্র খালেক হাওলাদার ৫/৬ জন ভাড়াটিয়া মাস্তান নিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।হামলাকারী সন্ত্রাসী’রা হলো ১।খালেক হাং(৬০) পিতা-মৃতঃ মেছের উদ্দিন হাং ২।সজিব হাং(২২) ৩। আরিফ হাং(১৯) উভয়ের পিতা মোঃনওশাদ হাং ৪। মোঃশাওন (২০) ৫।সৈকত( ২০) উভয়ের পিতাঃরিপন হাং,৬।হেপী বেগম(৪২)।
    সন্ত্রাসী বাহিনী’রা পূর্বপরিকল্পিত ভাবে ঘড় থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র,লোহার রড,লাঠিসোটা নিয়ে সাংবাদিক তানিয়া ও তার পরিবারের উপর হামলা চালায়।হামলার এক পর্যায়ে সজিব হাওলাদার তাহার হাতে থাকা ধারালো রামদা দিয়ে খুন করার উদ্দেশ্যে সাংবাদিক তানিয়া আক্তারে শরীরের বিভিন্ন জায়গায় নিলাফুলা এবং মাথায় কোপ দেয় রক্তাক্ত গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তানিয়ার ডাকচিৎকার শুনিয়া পিয়ারা বেগম এগিয়ে আসলে তাহার উপর সন্ত্রাসী’রা লাঠিসোটা ও ধারালো অস্ত্র রামদা দিয়ে হামলা চালিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা ও মাথায় কোপ দিয়ে গুরুত্বর জখম করে, হামলার শিকার তানিয়া আক্তার মামা খোকন আকন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলার শিকার সাংবাদিক তানিয়া সহ আরো দুই জনকে এলাকাবাসী উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।তানিয়ার মাথায় গুরুতর জখম হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাহাকে বরিশাল শেবাচিমে হস্তান্তর করা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে সরেজমিনে তদন্তের জন্য সাব-ইন্সপেক্টর জসীমউদ্দীনকে পাঠানো হয়েছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

    আরও খবর

    Sponsered content