• লিড

    নিহত রায়হানের বাড়িতে নবনিযুক্ত পুলিশ কমিশনারঃ সকল অভিযুক্তদের গ্রেফতার করা হবে

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২০ , ৭:০৫:২৭ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক: সিলেট মে‌ট্রোপ‌লিটন পু‌লিশের (এসএমপি) নতুন ক‌মিশনার নিশারুল আরিফ বলেছেন- সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যাকান্ডের ঘটনা অনভিপ্রেত, অপ্রত্যাশিত। যে অপরাধী সে যে বাহিনীরই হোক না কেন সে অপরাধী। যেহেতু পুলিশ এ ঘটনায় অভিযুক্ত একারণে আমি লজ্জিত। তবে এটি আমাদের কাছে ধর্তব্য কোন বিষয় নয়। আমাদের মুল টার্গেট আসামীদের গ্রেফতার করা।
    তিনি বলেন, সকরারের কঠোর নির্দেশনা আছে এ ঘটনায় সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার। আমরা তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা করব। এই এসাইনমেন্ট নিয়েই আমি সিলেটে এসেছি। আসামীদের গ্রেফতারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
    পুলিশ ক‌মিশনার আরো বলেন, রায়হানের পরিবারের সদস্যদের সাথে আমি কথা বলেছি। তাদের দাবি মুল আসামীকে গ্রেফতার করা। পুলিশসহ সবগুলো বাহিনী এ চেষ্টা অব্যাহত রেখেছে। জড়িত সকলকে আমরা গ্রেফতার করব। তাদের ব্যপারে কোন তথ্য পেলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।
    মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের বাড়িতে তার পরিবারের সাথে আলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
    এরআগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানযোগে তিনি সিলেট এসে পৌছান। সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করে রায়হানের বাসায় যান পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

    আরও খবর

    মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাঃ বিচারের দাবিতে মায়ের সংবাদ সস্মেলন

    সুনামগঞ্জে ১৩ বছরের কন্যা শিশুকে অস্ত্রের মুখে ঘর থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ, আদালতের সামন থেকে উদ্ধার!

    সিলেটের করোনা আক্রান্ত ডাঃ মঈন উদ্দিনের অবস্থার অবনতি, হাসপাতালে আইসোলেশনে ভর্তি

    দোয়ারাবাজারের নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত তীরবর্তীদের খাসিয়ামারা বালুমহাল ইজারা না দেওয়ার দাবি

    সিলেট এমসি কলেজ ছাত্রবাসে গণধর্ষনের ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন

    মোহনের জাল সনদে চাকুরী ও অবৈধ সম্পদ অর্জনঃ অভিযুক্তকে বাঁচাতে ডিআর ও শাল্লা সাবরেজিস্টারের অপতৎপরতা

    Sponsered content