প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২০ , ১:৫০:৪০ অনলাইন সংস্করণ
এম এ সাঈদঃ– সলেটের বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক ছাত্রদল নেতা এম ইলিয়াস আলীর সুযোগ্য ভাতিজা মুশফিকুর রহমান শিপন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করেছে। এমাদ খানের বিজয়, গণতন্ত্রের বিজয়। এ বিজয় প্রমাণ করে দেশের জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে প্রতিটি নির্বাচনে শত শত জাতীয়তাবাদী এমাদ খানরা নির্বাচিত হবে। এম ইলিয়াছ আলী জন্মভূমি বিএনপির ঘাটি বলে পরিচিত এই উপজেলার জনগন প্রার্থী বাছাইয়ে চমক দেখিয়েছেন । তারা প্রমাণ করেছেন এখন তারুণ্যের জয়জয়াকার।
তারুণ্য নির্ভর জাতীয়তাবাদী এ শক্তিকে কোন পরাশক্তি দমিয়ে রাখতে পারবেনা।
তিনি আসন্ন ইউপি নির্বাচনে তারুণ্য নির্ভর নেতৃত্ব বাছাই করে দেশের জাতীয়তাবাদী আন্দোলনকে আরো বেগবান করতে দলীয় নেতৃবৃন্দের সু-দৃষ্টি কামনা করেন।
তিনি দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্ততার জন্য দোয়া কামনা করেন. আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান. এবং জননেতা এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকারের কাছে আবেদন করেন।