• সুনামগঞ্জ

    দুর্গাপূজায় তিনদিনের ছুটির দাবিতে সুনামগঞ্জে স্মারকলিপি

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ২:৪০:২৫ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি।। দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি ঘোষণার দাবিতে সুনামগঞ্জে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সুনামগঞ্জ জেলা শাখা।

    আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ।

    এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থ, সাবেক যুগ্ম আহবায়ক নিঝুম তালুকদার, সদস্য বাপ্পী লাহেরি, লিপ্টু কুমার দাস প্রমুখ।

    স্মারকলিপিতে বলা হয়, ‘প্রতিটি পরিবারের কোনো না কোনো সদস্য পড়াশুনা, চাকরি বা ব্যবসায়ের প্রয়োজনে অন্যত্র বসবাস করেন। সেজন্য হিন্দু সম্প্রদায়ের সদস্যরা পরিবার পরিজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য সারাবছর এই দিনগুলোর জন্য অপেক্ষায় থাকেন। কিন্তু দুঃখের বিষয়, দুর্গাপূজায় ৫ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে মাত্র একদিনের ছুটি থাকে, সেটাও বিজয়া দশমীর দিন।

    ফলে দুর্গা পূজায় কারও পক্ষেই গ্রামে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ থাকে না। তাই এ ছুটি বৃদ্ধি করে তিনদিনের ছুটি ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবি জানান নেতৃবৃন্দ।’

    আরও খবর

    Sponsered content