প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২০ , ৬:১০:৫৭ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফেক আইডিতে দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও করিমপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ জাহান সর্দারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও লাগাতার মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার ও কুৎসা রটনার অভিযোগে দিরাই থানায় গতকাল সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি নং ৯৮৫/২০ দিরাই।
শাহজাহান সর্দার নিজে থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ করেছেন বলে দৈনিক ভাটি বাংলা ডটকম কে নিশ্চিত করেছেন তিনি।
শাহজাহান সর্দার বলেন কতিপয় দুষ্কৃতকারী বেনামি ফেক আইডিতে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ পোস্ট করে আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছে।
তাই আমি এসব ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি পুলিশের প্রতি আস্থাশীল, আশাকরি উনারা সঠিক তদন্তের মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন।
এছাড়াও শাহজাহান সর্দার বলেন যারা গোলাম মসীহ চৌধুরী নামের ফেক আইডির পোস্ট শেয়ার ও কমেন্ট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তাদেরকেও আমি আইনের আওতায় নিয়ে আসতে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন’কে সামনে রেখে আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমর্যাদা ক্ষুন্ন করতে ব্যক্তিগত আক্রোশে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে এসব মিথ্যা ও ভুয়া কাল্পনিক অস্তিত্বহীন অভিযোগ এনে আমার সম্মানহানী করছে, আমি তাদের এরকম নোংরা মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাই।