• অর্থনীতি

    দিরাই পৌর শহরে সিটি ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) শাখার উদ্বোধন

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ২:১৮:৫৮ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।।  সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে সিটি ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
    আজ রোববার দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের থানা রোড এলাকার সাগর ম্যানশনের ২য় তলায় এ শাখার উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্ল্যাহ ও দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশারফ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন,দি সিলেট সিটি ব্যাংকের সিলেট অঞ্চলের এভিপি এবং রিজিওনাল হেড এজেন্ট ব্যাংকিং মীর আবু সায়েম,এসোসিয়েট ম্যানেজার সিলেট অঞ্চলের সুধেন্দু রঞ্জন দত্তদি সিটি ব্যাংকের সিলেট অঞ্চলের অফিসার এজেন্ট ব্যাংকিং আশীষ আচার্য্য, এসিসটেন্ট অফিসার মোঃ মনজুর উল হক প্রমুখ।
    বক্তারা বলেন তথ্য প্রযুক্তি আর গেøাবাল নেটওয়ার্ডের এই যুগে সাধারন গ্রাহকরা অত্যন্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকিং খাতে টাকা পয়সা লেনদেন অত্যন্ত সহজতর হয়েছে। গ্রাহকরা এবিএম কার্ডের মাধ্যমে প্রয়োজন মনে করলে যেকোন সময় বুথ থেকে টাকা উত্তোলন করতে পারেন। তারা বলেন এই সিটি ব্যাংক (এজেন্ট শাখার) মাধ্যমে দিরাই অঞ্চলের মানুষজনের কল্যাণে আগামীতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি অনলাইনের মাধ্যমে অন্যান্য ব্যাংকে সহজে টাকা পাঠানো সম্ভব হবে।

    আরও খবর

    Sponsered content