• লিড

    দিরাই’র মধুরাপুরে হত্যা মামলার আসামিদের বাড়িতে ব্যাপক লুটপাটের অভিযোগ!

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২০ , ৫:৫১:২০ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে আধিপত্য বিস্তার নিয়ে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষে নুর মোহাম্মদ নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের অনুপস্থিতিতে (পুরুষ শূণ্য) ঘর বাড়িতে মুকিত চৌধুরী পক্ষের নূর জালালের গ্রুপের লোকদের দ্বারা ব্যাপক লুটপাট ও মহিলা ও শিশুদের সাথে খারাপ আচরণের অভিযোগ পাওয়া গেছে ।

    এ প্রতিবেদককে মধুরাপুর গ্রামের মামুন চৌধুরী জানান- নিহত নুর মোহাম্মদ এর ভাই নুর জালালের নেতৃত্বে আব্দুল খালেক, আবু হানিফ, সুজন মিয়া, তুরন মিয়া, শাহাদ মিয়া প্রমুখ সংঘবদ্ধ হয়ে লুটপাট করেছে গতকাল রাত ব্যাপি।
    এসব পুরুষ শূণ্য বাড়িতে লুটপাট ও ভাংচুরের ঘটনায় নারী ও শিশুদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
    এব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আশরাফুল ইসলাম বলেন, এরকম কোন খোঁজ খবর আমরা পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিব৷

    নুর জালালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঝগড়ার দিন যা হয়েছে তাই। আমরা কোন লুটপাঠ করছি না। আর জীবনেও করবো না।

    এব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজীর সাথে যোগাযোগ করলে নাম্বাটি বন্ধ পাওয়া যায়।

    প্রসঙ্গতঃ মধুরাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনায় নূর মোহাম্মদ (৫০) নামের একজন নিহত ও উভয় পক্ষের আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় একযুগ ধরে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ভাটিপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদ চৌধুরী পক্ষের দিল হক ও একই এলাকার যুক্তরাজ্যপ্রবাসীর মুকিত চৌধুরী পক্ষের নূর জালালের মধ্যে জলমহাল, জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।

    আরও খবর

    Sponsered content