• আইন আদালত/সাজা

    তাহিরপুরে ভুয়া ওয়ারেন্ট তৈরির মামলায় রিয়াজ উদ্দিনসহ ৩ আসামীর জামিন বাতিল

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২০ , ৭:৫৮:০০ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের তাহিরপুরে আদালতের ভুয়া ওয়ারেন্ট তৈরির মাধ্যমে হয়রানি করার মামলায় আসামী রিয়াজ উদ্দিনসহ ৩ জনের জামিন বাতিল করেছেন জেলা ও দায়রা জজ আদালত।

    বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন।
    গত ২০ অক্টোবর মামলার বাদী আব্দুল্লাহ আল মাসুদ জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ মামলা করে জামিনে থাকা আসামীদের জামিন বাতিলের আবেদন করলে আদালত বৃহস্পতিবার শুনানি শেষে আসামী রিয়াজ উদ্দিন,আক্কাস আলী সাহেল মিয়ার জামিন বাতিল করার আদেশ দেন।
    প্রসংগত সুনামগঞ্জ জেলার তাহিরপুরে আদালতের ভুয়া ওয়ারেন্ট তৈরির মাধ্যমে হয়রানি করার অভিযোগে রিয়াজ উদ্দিন,আক্কাস আলী ও সাহেল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন আব্দুল্লাহ আল মাসুদ।
    মামলার অভিযোগ সূত্রে জানা যায় হাজী আব্দুল্লাহ আল মাসুদ ও রিয়াজ উদ্দিন, পিতা- মৃত আব্দুন নুর, সাং- পুটিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ দীর্ঘ দিন ব্যবসায়িক পার্টনার ছিলেন।
    এই সুবাধে মাসুদ ও রিয়াজ একসাথে তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামে একটি তিন তলা বিল্ডিং করে। উক্ত বিল্ডিং এর জায়গা সহ ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখায় বন্ধক রেখে যৌথভাবে মাসুদ এর প্রতিষ্ঠানের নামে ১ কোটি ২৫ লক্ষ টাকা ঋণ নিয়ে সমানভাবে বন্টন করিয়া নেয়। কিছুদিন যাওয়ার পর রিয়াজ উদ্দিন ঋণের টাকা ও সুদ ব্যাংক কে পরিশোধ না করে মাসুদ কে তিন তলা বিল্ডিং ও ব্যবসা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করতে গিয়ে মাসুদ এর নামে মাদক মামলার ভূয়া জাল গ্রেফতারী পরোয়ানা ও সাজা পরোয়ানা সৃজন করে তাহিরপুর থানার পুলিশ দিয়ে মাসুদ কে গ্রেফতার করে। মাসুদ মামলার বিষয়টি চ্যালেঞ্জ করলে তদন্ত সাপেক্ষে গ্রেফতারী পরোয়ানাটি ভূয়া প্রমাণিত হলে মাসুদ কে থানা পুলিশ ছেড়ে দেয়। কিছু দিন পর রিয়াজ উদ্দিন আরেকটি ভূয়া জাল গ্রেফতারী পরোয়ানা সৃষ্টি করে থানায় আনলে মাসুদ প্রমাণ সাপেক্ষে সুনামগঞ্জ আমলী আদালাতে মামলা করেন। মামলা নং সি আর ৮৮/২০ (তাহিরপুর)। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
    রিয়াজ ২৯/০৯/২০ইং তারিখে আত্ম সম্পর্ণ করলে আদালত রিয়াজ উদ্দিন কে জেল হাজতে প্রেরণ করেন। পরে রিয়াজ ও অপর দুই আসামী জামিনে গেলে বাদী আসামীদের জামিন বাতিল চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ মামলা করলে আদালত আসামীদের জামিন বাতিলের এ আদেশ দেন।

    আরও খবর

    Sponsered content