• রাজনীতি

    জাসদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২০ , ৪:০০:৪৩ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। সুনামগঞ্জের দিরাইয়ে জাসদের  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  দিরাই থানা রোডস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    সন্ধ‍্যা ৭ টায় দিরাই উপজেলা জাসদের সহ সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসদের  দিরাই পৌর সভাপতি আবু বক্কর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন, জাসদ নেতা আব্দুল হাদীর চৌধুরী।
    অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দিরাই কলেজের সাবেক ভিপি নিরঞ্জন দাস খোকন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী দিরাই শাখার সভাপতি  নারায়ন দাস, দিরাই উপজেলা কৃষক লীগের সভাপতি  তাজুল ইসলাম প্রমুখ।
    সভার শুরুতে ১৯৭২ থেকে ২০২০ সালের মধ্যে নিহত ও মৃত্যু বরণ করা জাসদ নেতাদের প্রতি সম্মানার্থে এক মিনিট নিরবতা পলনের মধ্যে দিয়ে আলোচনা সভার কাজ শুরু হয়।
    আলোচনা সভায় বক্তারা বলেন নারী নির্যাতন, পুলিশ হেফাজতে মানুষ হত‍্যা, বিচার হীনতা, স্বাস্থ্য খাতে দুর্নীতি, দ্রব‍্যমূল্যের উর্ধ্বগতি সহ সরকারের নানান ব্যার্থতার সমালোচনা করে অনতিবিলম্বে তা বন্ধের আহ্বান জানান।

    আরও খবর

    Sponsered content