প্রতিনিধি ২ অক্টোবর ২০২০ , ১২:৩৯:৪৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর -পাগলা সড়কে লেগুনা চাপায় ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রাম নিবাসী ওমান প্রবাসী জমাত আলীর ছেলে শাহপরাণ মডেল হাইস্কুল এর অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ ঈমন আহমদ(১৩) জগন্নাথপুর সদর বাজার থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ী ফেরার পথে জগন্নাথপুর – পাগলা সড়ক এর হিজলা পয়েন্ট নামক স্থানে আজ ২রা অক্টোবর রোজ শুক্রবার বিকাল প্রায় সাড়ে তিন ঘটিকার সময় জগন্নাথপুর টেম্পুস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নাম্বার প্লেইট বিহীন লেগুনা গাড়ী ঈমনকে পিছন দিক থেকে চাপা দেয় এতে ঘটনাস্থলে ঈমন মৃত্যু বরন করেছে। ঘাতক লেগুনা চালক শক্তিয়ারগাঁও নিবাসী হাসান(৩০) গাড়ী ফেলে পালিয়েছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে জগন্নাথপুর থানার এসআই রফিক ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় উত্তেজিত জনতা প্রায় ১ ঘন্টা জগন্নাথপুর – পাগলা সড়কটি অবরুদ্ধ করে রাখেন। পরে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লেগুনা চালককে আটক করার আশ্বাস প্রদান করলে সড়কের অবরোধ তুলে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।