প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৩:২৪:৫৬ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ নারী অপহরণসহ সারাদেশে ধর্ষণ ও চলমান সকল ন্যাক্কারজনক নির্যাতনের প্রতিবাদে জনগন্নাথপুরে প্রায় ২০ টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিশাল মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে নারী অপহরণ সহ সারাদেশে ধর্ষণ ও চলমান সকল ন্যাক্কারজনক নির্যাতনের প্রতিবাদে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর, আদর্শ সমাজ কল্যান যুব সংঘ, জগন্নাথপুর ছাত্র কল্যান পরিষদ এম.সি.কলেজ, থিয়েটার জগন্নাথপুর, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ, প্রাক্তন ছাত্র পরিষদ রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এসএসসি ১৯৭২-২০২১ স্টুডেন্ট অব জগন্নাথপুর উপজেলা, আলোর প্রত্যাশা সামাজিক সংগঠন, সানরাইজ ক্রিকেট ক্লাব পাটলী,জগন্নাথপুর ইয়াংস্টার, উদীচি শিল্পিগোষ্টি, রসুলপুর সমাজকল্যান সংস্থা, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন জগন্নাথপুর, জগন্নাথপুর মুক্তিযোদ্ধ মঞ্চ ও সচেতন জগন্নাথপুরবাসীর ব্যানারে আজ ৮ই অক্টোবর দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিশাল মানব বন্ধন কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথ সভায় সংগঠন গুলোর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় সংগঠনের নেতা-কর্মীরসহ উপজেলার বিভিন্ন শ্রেনি-পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে ধর্ষণ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ। দেশজুড়ে নারী ও শিশুর ওপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নারীরা কোথাও নিরাপদ না। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান ।