• নির্বাচন

    জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনঃ প্রার্থীরা ব্যস্ত গণসংযোগে, ভোটারদের মাঝে নেই উৎসাহ-উদ্দীপনা!

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২০ , ১১:১৩:২৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর পৌর সভার উপ-নির্বাচনে মেয়র পদ প্রার্থী ও কর্মী-সমর্থকরা প্রচার – প্রচারণায় ব্যাস্ত সময় পাড় করছেন। তবে নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে নেই তেমন উৎসাহ-উদ্দীপনা।

    আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকী। চলতি মাসের ১০ ই অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার উপ-নির্বাচন। এই উপ- নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া (নৌকা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমেদ (ধানের শীষ) আওয়ামী লীগ এর বিদ্রোহী প্রার্থী প্রয়াত মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মনাফ এর ছেলে আবুল হোসেন ওরফে সেলিম (জগ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী আয়হান (মোবাইল ফোন) সহ তাদের কর্মী সমর্থকরা জগন্নাথপুর পৌর এলাকার ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে এমনকি পথে-ঘাটে চলার পথে পৌরবাসীর নিকট নিজ নিজ পক্ষে ভোট প্রার্থনা করার পাশাপাশি কোশল বিনিময় করছেন। ভোটারদের মন জয় করতে পৌর এলাকার এক প্রান্ত হতে অন্য প্রান্তে বিশ্রামহীন চষে বেড়াচ্ছেন।মিটিং – মিছিল করছেন। তবে এই নির্বাচনকে ঘিরে পৌরবাসীর মাঝে উৎসাহ -উদ্দীপনা নেই বললেই চলে। ভোটারদের মাঝে শুনশান নীরবতা।
    এই উপ-নির্বাচন সম্পর্কে একান্ত আলাপকালে একাধিক ভোটার তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, চারজন প্রার্থী কেবলমাত্র মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেই বিজয় হোননা কেন মাত্র দুই মাসের জন্য মেয়র হচ্ছেন। এনিয়ে আলোচনা -সমালোচনা করে কি আর ফায়দা। নির্বাচন এর দিন ভোটের ঘরে যাকে ভালো লাগে তাকেই ভোট দিয়ে আসব। পছন্দের প্রার্থীর পিছনে দৌড় -ঝাপ দিয়ে সময় নষ্ট করে কি হবে। সময় বেড় করতে পারলে ভোট দেওয়ার চেষ্টা করব।
    এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন,চলতি বছরের ১১ ই জানুয়ারী জগন্নাথপুর পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল আবদুল মনাফ মৃত্যু বরণ করলে ফেব্রুয়ারী মাসে জগন্নাথপুর পৌর সভার উপ নির্বাচন এর তফশিল ঘোষনা করে ২৯ মার্চ ভোটগ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করেন নির্বাচন কমিশন । তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারী মনোময়ন পত্র দাখিল ৮ মার্চ প্রত্যাহারের দিন ধার্য করা হলে চারজন প্রার্থী সর্বশেষ ভোটযুদ্ধে প্রচারণায় নামেন। নির্বাচনের সকল প্রস্তুতির পর মরনব্যাধী করেনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে ২১ শে মার্চ নির্বাচন কমিশনার জগন্নাথপুর পৌর সভার মেয়র পদে উপ-নির্বাচন স্থগিত ঘোষনা করেন। ২১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ২ এর অধিশাখার উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত একপত্রে স্থগিত হওয়া জগন্নাথপুর পৌরসভা সহ দেশের ৫টি পৌরসভার উপনির্বাচনের তফশিল ঘোষনা করা হযেছে।চলতি মাসের ১০ ই অক্টোবর জগন্নাথপুর পৌর সভার উপ’নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

    আরও খবর

    Sponsered content