• অপমৃত্যু

    কানাইঘাটে গাছের ডাল কাটতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২০ , ১০:৩১:৩১ অনলাইন সংস্করণ

    কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউপির হারাতৈল মাঝবড়াই গ্রামে রবিবার (১৮ অক্টোবর) সকাল অনুমান সাড়ে ৭টায় গাছের ডাল কাটতে গিয়ে গাছের উপরেই এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশোর আসাদ উদ্দিন (১৫) একই ইউপির কাদির গ্রামের নিজাম উদ্দিনের পুত্র।
    জানা যায়, কিশোর আসাদ উদ্দিন গাছ কাটার শ্রমিক হিসাবে দিন মজুরের কাজ করতো। রবিবার সে একই ইউপির হারাতৈল মাঝবড়াই গ্রামের আব্দুর রহমানের বাড়িতে দিন মজুর হিসাবে গাছ কাটতে গিয়েছিলো। এসময় সে গাছের উপরেই মৃত্যুবরণ করে। খবর পেয়ে কানাইঘাট থানার এসআই ময়নুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় পুলিশ গাছের উপর থেকে নিহত আসাদের মৃতদেহ নামিয়ে আনে। পরে কানাইঘাট থানার এসআই ময়নুল ইসলাম নিহত কিশোর আসাদ উদ্দিনের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
    বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী জানান, কিশোর আসাদ উদ্দিন অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। সে কাঠুরিয়ার কাজ করতো। প্রতিদিন অন্যের বাড়িতে গিয়ে গাছ কেটে যে মজুরী পায় তা দিয়ে তার সংসার চলে। তিনি বলেন, নিহত কিশোর আসাদের পরিবারের লোকজন অত্যন্ত দরিদ্র হওয়ার কারণে ময়না তদন্ত ছাড়াই নিহত আসাদের দাফনের জন্য পরিবারের পক্ষথেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
    কানাইঘাট থানার এসআই ময়নুল ইসলাম জানান, গাছের উপরে মৃত কিশোর আসাদ উদ্দিন দিন মজুরের শ্রমিক হিসাবে কাঠ ও গাছ কাটার কাজ করতো। সে রবিবার অনুমান সকাল ৭টার দিকে বড়চতুল ইউপির হারাতৈল মাঝবড়াই গ্রামের আব্দুর রহমানের বাড়িতে দিন মজুর হিসাবে গাছের ডাল কাটতে গিয়েছিলো। এসময় সে গাছের ডাল কাটতে গিয়ে গাছের উপরেই মৃত্যুবরণ করে। পরে নিহতের লাশ স্থানীয় লোকজনের সহযোগীতায় গাছের উপর থেকে নামানো হয়।
    এঘটনায় নিহত আসাদের পরিবারে শোকের মাতম চলছে বলে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content