প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২০ , ৪:৪৩:০২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার।। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন
সিলেট জেলা শাখার কার্যকরী কমিটির সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা শাখার সফল সভাপতি আব্দুছ ছোবহান সানির সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহজাহান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন,
আইন উপদেষ্টা ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ ফয়জুর রহমান ফয়েজ, শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক এনাম ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, প্রচার সম্পাদক মাসুম আহমদ, আফাজ উদ্দিন, কামরুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিলেট জেলা শাখার আওতাধীন থানা ও উপজেলা সমূহের কমিটি গঠন, জেলা জুড়ে সদস্য সংগ্রহ সহ মানবাধিকার ও জনকল্যাণমুখী কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও সভার শুরুতে সংগঠনের আইন উপদেষ্টা ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ ফয়জুর রহমান ফয়েজ এর নেতৃত্বে ও সভাপতি আব্দুছ ছোবহান সানির সভাপতিত্বে ৩ টি পারিবারিক মামলার শুনানি অনুষ্ঠিত হয় এর মধ্যে ১ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।