প্রতিনিধি ২ অক্টোবর ২০২০ , ৮:৩৮:১৩ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার।। সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে গণধর্ষণের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে দরগা মহল্লার পায়রা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ বাদ জুমা সংঘের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদুর পরিচালনায় বক্তব্য রাখেন- সভাপতি মাহমুদুল হক মাসুম, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আহমদ, সহসভাপতি মুফতি আব্দুল খাবির, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আশরাফ উদ্দিন আরমান, সহ সাধারণ সম্পাদক রিপন আহমদ, প্রচার সম্পাদক মুছাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক শফিকুল হক বেলাল, ধর্ম ও সমাজসেবা সম্পাদক এ,এস জায়গীরদার বাবলা, সহ ধর্ম ও সমাজসেবা সম্পাদক ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ ও মাহফুজুল আলম সাকিব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন– করোনা কালীন সময়ে যেখানে দীর্ঘ কয়েক মাস যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সেখানে বহিরাগত ও ছাত্ররা কিভাবে অবস্থান করে এবং এমন ন্যাক্কারজনক, ঘৃণ্য ও বর্বরোচিত ঘটনা ঘটাতে পারে তা আমাদের বোধগম্য নয়। শাহজালাল রহঃ ও শাহপরান রহঃ সহ শতশত পীর আউলিয়ার স্মৃতিধন্য আধ্যাত্মিক নগরী সিলেটের মাটিতে স্বামীর কাছ থেকে স্ত্রী কে ছিনিয়ে নিয়ে গণধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনায় যে বা যারা জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।