• লিড

    আজ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২০ , ৭:১৮:৩৫ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। আজ ২৪ শে অক্টোবর ২০২০ রাত পোহালেই প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা দেশের বৃহৎ মানবাধিকার সংগঠন “”এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন”” এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
    বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, ঢাকায়- সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়ে প্রথম অধিবেশনে বিশ্ব উন্নয়ন তথ্য দিবস ও ২য় অধিবেশনে আলোচনা সভা এবং মানবাধিকার রক্ষায় ও সমাজ সেবায় অবধানের জন্যে বিশেষ সম্মাননা প্রদান করা হবে বলে দৈনিক ভাটি বাংলা ডটকম কে জানিয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সংগঠনের সিলেট জেলা কমিটির সফল সভাপতি আব্দুস ছোবহান সানি।
    তিনি আজ রাত সাড়ে ন-টায় সিলেটের হযরত শাহজালাল রহঃ এর মাজার জেয়ারত করে সিলেট জেলা কমিটির ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা যাওয়ার প্রাক্কালে দৈনিক ভাটি বাংলা কে বলেন অসহায় প্রান্তিক, হতদরিদ্র ও ছিন্নমূল অধিকার বঞ্চিত মানুষের মানবাধিকার রক্ষায় “এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন” মোঃ দুলাল মিয়া প্রতিষ্ঠা করেছিলেন প্রায় দুইযুগ পূর্বে।
    কেন্দ্রীয় সভাপতি মোঃ দুলাল মিয়ার বলিষ্ঠ নেতৃত্বে ও নিরলস প্রচেষ্টায় সংগঠনটি সরকারের অনুমোদন লাভ করে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় সারা দেশ ব্যাপি বিশেষ ভূমিকা রেখে চলছে। আমরা সিলেট জেলা কমিটির মাধ্যমে সমসাময়িক আলোচিত ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন সহ সমাজের নিগৃহীত মানুষের অধিকার আদায়ে সাধ্যানুযায়ী ভূমিকা রাখছি। এছাড়াও বিভিন্ন সংকটকালীন সময়ে ত্রাণ সহায়তা সহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়নে আমরা সক্রিয় ভূমিকা পালন করছি।
    সংগঠনের সিলেট জেলা কমিটির আইন উপদেষ্টা ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফয়জুর রহমান ফয়েজ বলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন অগ্রাধিকারের ভিত্তিতে এমন এক শ্রেণীর মানুষের অধিকার নিয়ে কাজ করে- যারা মূলত সমাজের নিগৃহীত এবং অর্থহীন প্রান্তিক দরিদ্র জনসাধারণ, এছাড়াও সর্বপ্রকার মানবাধিকার নিয়ে সংগঠন সোচ্চার, তাই আমি আইন পেশার সাথে প্রিয় সংগঠন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর হয়ে স্বেচ্ছায় জেলা কমিটির সফল সভাপতি সানি ভাইয়ের সাথে মিলেমিশে কেন্দ্রীয় সভাপতি দুলাল সাহেবের নেতৃত্বে কাজ করে যাচ্ছি।
    সিলেট থেকে যাওয়া প্রতিনিধি দলের অন্যন্য সদস্যরা হলেন- সংগঠনের সিলেট জেলা কমিটির সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহজাহান, প্রচার সম্পাদক শেখ মোহাঃ মাসুম আহমদ, সহ প্রচার সম্পাদক মোঃ আলী আব্বাস ও মোঃ ইমাম উদ্দিন নাহিদ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content